তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি: সড়ক দুর্ঘটনারোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে সচেতনতা মূলক ভিডিও ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) রাত ৯ টায় নিসচা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিডিও ক্যাম্পেইনের উদ্বোধন করেন নিসচার পৃষ্টপোষক ও ষাটমাকন্ঠ পত্রিকার সম্পাদক-প্রকাশক কলামিস্ট আবুল কাসেম।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তাহমীদ ইশাদ রিপন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আইনুল ইসলাম এবং রেদওয়ান আহমদ রুম্মান।
এসময় সচেতনতামূলক ভিডিও ক্যাম্পেইন বিষয়ে শুভেচ্ছা বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন পৃষ্টপোষক আব্দুল আজিজ, নিজাম উদ্দিন, হাজিগঞ্জ বাজার বণিক সমিতির সদস্য জমির উদ্দিন, কুতুব আলী একাডেমির সহকারী শিক্ষক শাহরিয়ার শাকিল, মাছরাঙা প্রকাশনের সহকারী পরিচালক নয়ন চক্রবর্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২২ শে অক্টোবর-২০২৫ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ১-৩১ অক্টোবর পর্যন্ত নিসচা বড়লেখা উপজেলা শাখা মাসব্যাপী কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।