তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি: জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই ( নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে জনস্বার্থে বড়লেখা পৌর শহরে যানজট নিরসনে সড়কে শৃঙ্খলা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেলে নিসচা বড়লেখা শাখার পৃষ্টপোষক সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজের তত্বাবধানে এতে অংশগ্রহণ করেন দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক নয়ন চক্রবর্তী, সহ-দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক নুর আলম মোহন, যুব বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ, কার্যকরী সদস্য শাকিল আহমদ, দিগন্ত দাস দীপ্ত, ছায়দুল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় পৌর শহরের উত্তর বাজার গোল চত্ত্বর থেকে বিভিন্নভাগে বিভক্ত হয়ে সড়কে শৃঙ্খলা কার্যক্রম ও জনদুর্ভোগ লাঘবে যানজট নিরসনে কাজ করে নিসচা নেতৃবৃন্দরা। শৃঙ্খলা কার্যক্রমে নিসচা নেতৃবৃন্দের চোখে পড়ে যত্রতত্র গাড়ি পার্কিং, উল্টো পথে গাড়ি চালনা ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের তারা কঠোর বার্তা প্রদান করেন। এসময় বড়লেখা ট্রাফিক পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
