তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি:: ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে সম্পদ ও জীবনের ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে সড়ক ব্যবহারে চালক, পথচারীসহ পরিবহণ সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধিতে প্রচারণা চালিয়েছে নিরপাদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।
মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে নিসচা বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দরা বড়লেখা পৌর শহরের মধ্যে বাজারে ক্যাম্পেইনে অংশ নেন। ক্যাম্পেইনটির সমন্বয় করেন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নিসচা’র পৃষ্টপোষক মো. আবু হানিফ।
প্রায় দুই ঘণ্টাব্যাপী সচেতনতামূলক কার্যক্রমে নিসচা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম ও দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ পথচারীদের নিয়ম মেনে পথ চলতে আহ্বান জানান। যত্রতত্র রাস্তা পার হওয়াদের ডেকে এনে জেব্রা ক্রসিং ব্যবহারে উদ্বুদ্ধ করেন। হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান করতে অনুরোধ জানাম, উল্টো পথে গাড়ি চালনা না করার জন্য হুশিয়ারি দেন এবং এলোমেলো রাস্তা পারাপারে সড়ক দুর্ঘটনার ঝুঁকির বিষয়ে পথচারীদের সঙ্গে কথা বলেন।
এছাড়াও সচেতনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন সহ-সভাপতি গোলাম কিবরিয়া, ক্রীড়া সমাজকল্যাণ সম্পাদক ছাদিকুর রহমান, যুব বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ, সহ-দপ্তর সম্পাদক নয়ন চক্রবর্তী, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য মাছুম আহমদ ছুনু, ছায়দুল আহমদ, নজমুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, নিসচার পক্ষ থেকে জানানো হয়েছ জনসচেতনতা বৃদ্ধিতে ধারাবাহিকভাবে এই কর্মসূচি চলমান থাকবে এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা বিষয়ক সভা-সেমিনার, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক বিশেষ মতবিনিময়সহ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে নিসচা বড়লেখা উপজেলা শাখা।
