English

26.1 C
Dhaka
সোমবার, জুলাই ১৪, ২০২৫
- Advertisement -

বড়লেখায় নিসচা শাখার উদ্যোগে দুই প্রবাসীকে সংবর্ধনা

- Advertisements -

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে দুইজন প্রবাসীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংগঠনের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য জার্মানি প্রবাসী ওলিউর রহমান পারভেজ ও উত্তর আমেরিকা মুসলিম উম্মাহ পরিষদের সদস্য রেদওয়ান আহমদকে বৃহস্পতিবার রাতে স্থানীয় রেস্টুরেন্টে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের অতিথিবৃন্দরা নিসচার পক্ষ থেকে সংবর্ধিতদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি
আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদের সঞ্চালনায় প্রবাসীদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নিসচা উপদেষ্টা সাংবাদিক সুলতান আহমদ খলিল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিসচা পৃষ্টপোষক প্রভাষক তারেক আহমদ, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন উত্তর আমেরিকা মুসলিম উম্মাহ পরিষদের সদস্য রেদওয়ান আহমদ, নিসচার কার্যকরী সদস্য জার্মানি প্রবাসী ওলিউর রহমান পারভেজ।

এছাড়াও বক্তব্য রাখেন প্রচার সম্পাদক রেদওয়ান রুম্মান, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য জমির উদ্দিন, আশফাক আহমদ, শাহরিয়ার শাকিল, ছাদিকুর রহমান, জাকারিয়া আহমদ, শাহাব উদ্দিন প্রমুখ।

অতিথিবৃন্দরা বলেন, নিসচার কার্যক্রম প্রশংসার দাবি রাখে। তারা প্রবাসীদের প্রতি যে, সম্মান প্রদর্শন করে যাচ্ছেন এ জন্য প্রবাসীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এতে প্রবাসীরা তাদের কর্মক্ষেত্রে উৎসাহিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা আরও বলেন, সামাজিক-মানবিক কর্মকান্ডের পাশাপাশি সড়ক দুর্ঘটনামুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে নিসচা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে তারা জেলা সড়ক ও জনপদ (সওজ) এর কর্মকর্তার সাথে বৈঠক করে ঝুকিপূর্ণ স্থানে রোড সাইন, দূরত্বের তথ্য সম্বলিত সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

আয়োজকদের ধন্যবাদ জানিয়ে সংবর্ধিত অতিথিরা বলেন, জন্মভূমি, নাড়ির টান কখনো ভোলা যায় না। আজ আমরা গর্বিত আপনাদের পক্ষ থেকে এমন মূল্যায়ন পেয়ে। এ ভালোবাসা কখনো ভুলবো না। আজ থেকে আমাদের দায়বদ্ধতা আরও বেড়ে গেল। দেশের উন্নয়নে সংগঠনের যেকোনো সামাজিক-স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8clh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন