তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি: জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে পরিবহন চালক-যাত্রী ও জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২ টায় পৌর শহরের দক্ষিণ বাজার বাস স্ট্যান্ডে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্টপোষক মো. নিজাম উদ্দিন, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক নয়ন চক্রবর্তী, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য সাংবাদিক মস্তুফা উদ্দিন, জালাল আহমদ, শাকিল আহমদ ও সাবেক প্রকাশনা সম্পাদক গণেশ কর প্রমুখ।
এসময় নিসচা কর্মীরা প্রতিটি বাস স্ট্যান্ডে গিয়ে বাসচালক ও হেলপারদেরকে বেপরোয়াভাবে এবং অতিরিক্ত যাত্রী নিয়ে গাড়ি না চালানোর আহ্বান জানানো হয়। কোন চালককে নির্ধারিত সময়ের চেয়ে যেন অতিরিক্ত সময়ে গাড়ি না চালানো হয় সেদিকে খেয়াল রাখতে গাড়ি চালকদের প্রতি আহবান জানানো হয়। এছাড়াও গাড়ির ছাদে যাতে কোন ভাবে যাত্রী বহন করা না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করা হয়।
যাত্রীদের উদ্দেশ্যে তারা বলেন, চালকদেরকে কোনভাবে যেন বিরক্ত না করা হয় এবং অতিরিক্ত সময় হাতে নিয়ে বাড়ি উদ্দেশ্য যাত্রা করার জন্য আহ্বান জানানো হয়। তাঁরা পথচারীদের দেখে-শুনে রাস্তা পারাপার, জেব্রা ক্রসিং ব্যবহার ও মোবাইল ফোনে কথা না বলে রাস্তা পারাপার, দৌড়ে গাড়িতে না উঠতে বিনীতভাবে অনুরোধ করেন এবং চালক, হেলপার, যাত্রী ও জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।