তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলা অটো টেম্পু সি.এন.জি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃনং (২৩৫৯) এর অন্তর্ভুক্ত দাসের বাজার সি.এন.জি ষ্ট্যান্ডের পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় দাসেরবাজার শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নিসচা বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলাম এর সঞ্চালনায় ও সিএনজি স্ট্যান্ড পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউপি সদস্য আব্দুল মুকিত।
সভায় বক্তারা বলেন, “প্রতিটি চালক যদি সচেতন ও দায়িত্বশীল হন, তাহলে দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে। জীবন অমূল্য — সামান্য অসতর্কতায় পরিবার ধ্বংস হতে পারে।”
তারা আরও বলেন, “নিরাপদ সড়ক গড়তে চালক, যাত্রী ও পথচারী সবাইকে ট্রাফিক আইন মানতে হবে। মাদকমুক্ত ও বিশ্রামপ্রাপ্ত অবস্থায় গাড়ি চালানো জরুরি।”
সভায় উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ আমিনুল হক, দপ্তর সম্পাদক সন্তোষ দাস, নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সহ-সভাপতি গোলাম কিবরিয়া,দপ্তর সম্পাদক সাহাব উদ্দিন, কার্যকরী সদস্য সাংবাদিক মস্তুফা উদ্দিন ও মাছুম আহমদ চুন্নুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।