English

29 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫
- Advertisement -

বড়লেখায় পরিবহন শ্রমিক ও জনসাধারণের মাঝে নিসচা’র ইফতার বিতরণ

- Advertisements -

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে ও যুক্তরাষ্ট্র প্রবাসী মো. আবু সায়েমের অর্থায়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে দেড় শতাধিক পথচারী, জনসাধারণ ও পরিবহন শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ মার্চ) ১৯ রমজান বিকেল ৫ টা থেকে ইফতারের পূর্বমুহূর্ত পর্যন্ত বড়লেখা পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের পরিচালনায় ইফতার বিতরণে প্রধান অতিথি ছিলেন জুড়ী টিএন খানম সরকারি কলেজের প্রভাষক বদরুল ইসলাম মনু।
বিশেষ অতিথি ছিলেন সচেতন নাগরিক সমাজের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্টপোষক সাংবাদিক মোহাম্মদ হানিফ পারভেজ,
টিম ফর কোভিড ডেথের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাব উদ্দিন, নিসচা বড়লেখা শাখার সভাপতি সভাপতি তাহমীদ ইশাদ রিপন।

এছাড়াও উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, ক্রীড়া সমাজকল্যাণ সম্পাদক নূরে আলম মোহন, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ওলিউর রহমান পারভেজ, শাহাব উদ্দিন, আব্দুল হামিদ ও ছায়দুল আহমদ প্রমুখ।

এসময় নিসচা বড়লেখা উপজেলা শাখার জনহিতকর মানবিক কার্যক্রমের প্রতি স্বাগত জানিয়ে দেশ-জাতি ও সকল প্রবাসীদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ।

উল্লেখ্য, পবিত্র মাহে রমজান উপলক্ষে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে আগামীকাল রবিবার নিসচা বড়লেখা উপজেলা শাখার আয়োজনে বিভিন্ন এতিমখানার ৫’শত ছাত্রদের মাঝে ইফতার বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও জনদূর্ভোগের কথা চিন্তা করে নিসচা’র ধারাবাহিক সড়ক শৃঙ্খলা কার্যক্রম অব্যাহত রয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/s0yw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন