তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি: সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নিয়েছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)। সংগঠনটি দেশের সকল পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে— হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের জ্বালানি তেল বিক্রি থেকে বিরত থাকতে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বড়লেখা উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে নিসচার পক্ষ থেকে সচেতনতামূলক আহ্বানপত্র বিতরণ করা হয়।
নিসচা জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব দুর্ঘটনার বড় একটি অংশ ঘটছে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো বা আরোহনের কারণে।এই বাস্তবতায় জনসচেতনতা বৃদ্ধি ও দুর্ঘটনা রোধে সংগঠনটি এই পদক্ষেপ নিয়েছে।
নিসচার পক্ষ থেকে বলা হয়, “হেলমেট শুধু আইন মানার বিষয় নয়, এটি নিজের জীবন রক্ষার একমাত্র ঢাল। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হলে সবাইকে নিয়ম মেনে চলতে হবে।”
সংগঠনটির বিশ্বাস, ফিলিং স্টেশনগুলো যদি এ আহ্বানে সাড়া দেয়, তাহলে হেলমেট ব্যবহারে বাধ্যবাধকতা তৈরি হবে এবং সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
বিবৃতিতে আরও বলা হয়, “আমরা চাই, প্রতিটি নাগরিক নিজের দায়িত্ববোধ থেকে নিরাপদ সড়ক গড়ার আন্দোলনে অংশ নিক।”
এসময় উপস্থিত ছিলেন— নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্ঠপোষক আব্দুল আজিজ, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম মার্জান, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক ছাদিকুর রহমান, কার্যনির্বাহী সদস্য মাছুম আহমদ চুন্নু প্রমুখ।

