পূজা উপলক্ষে সড়কে শৃঙ্খলা রক্ষা ও জনসাধারণের নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে শেষ দিন অর্থাৎ বিজয় দশমীর দিনেও আনসার ও পুলিশ সদস্যদের সাথে একযোগে কাজ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটি।
বৃহস্পতিবার (২ রা অক্টোবর) সন্ধা ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত নগরীর ফলপট্টি মন্দির এলাকায় সড়কে শৃঙ্খলা রক্ষায় বিরতিহীন দ্বায়িত্ব পালন করেন নিসচার সভাপতি মো: রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী ও নারী বিষয়ক সম্পাদিকা জিনাতুল নাজিফা সোমা।
জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরীর নেতৃত্বে যানজট নিরসনে টানা ৫ দিন ট্রাফিক পুলিশকে সহায়তা প্রদান করে ইতোমধ্যে প্রসংশায় ভাসছে সেচ্ছাসেবী সংগঠন নিসচার সদস্যরা।
এদিকে নিসচার এমন জনবান্ধন কাজের জন্য ধন্যবাদ জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) ডিসি ট্রাফিক মো: শরফুদ্দীন টিআই প্রশাসন মো: এখলাছুর রহমানসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
এ বিষয় সংগঠনের সভাপতি মো: রুহুল আমিন বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও পূজা উপলক্ষে আমরা সড়কে টানা ৫ দিন কাজ করেছি। শুধু পূজা নয় ঈদ, কোরবানিসহ ধর্মীয় অনুষ্ঠান ও দীর্ঘ ছুটির সময় আমরা এভাবে কাজ করি এবং আমাদের এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।