English

29.1 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫
- Advertisement -

বরিশালে সড়ক মেরামত করে প্রসংশায় ভাসছে নিসচা ও পুলিশ 

- Advertisements -
নিজস্ব প্রতিবেদক: বরিশালে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের, আমতলা মোড়সহ বিভিন্ন স্থানে সড়কের বেহাল দশা থাকলেও মেরামত করতে উদাসীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সড়ক ও জনপদ, সিটি কর্পোরেশন উদাসীন থাকলেও সড়ক মেরামত করতে এগিয়ে এসেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) ট্রাফিক বিভাগ।
আজ ১৬ সেপ্টেম্বর রাত ৯ টায় বরিশাল নগরীর আমতলা মোড় পুলিশ বক্সের সামনে সড়ক মেরামত করে প্রসংশায় ভাসছে নিসচা বরিশাল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী এবং বিএমপি ট্রাফিক ইন্সপেক্টর এম.কামরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রাফিক সার্জেন্ট মোঃ শাহ আলম, ট্রাফিক সার্জেন্ট মোঃ আবির হোসেন, কনস্টেবল মো: নাসির উদ্দিনসহ অন্যান্যরা।
সড়কের ভোগান্তি ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা এই মানবিক কাজে অংশ গ্রহণ করেছে বলে জানিয়েছেন উপস্থিত চালক, যাত্রী ও পথচারীরা। এ বিষয় মো: ইউসুফ নামের এক স্থানীয় বাসিন্দা বলেন পুলিশ আর নিসচা যে কাজ করেছে তা সত্যিই প্রশংসার দাবিদার। এমন  মানবিক কাজের জন্য আমরা তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।
এ বিষয় টিআই এম. কামরুল ইসলাম ও নিসচার সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী বলেন, রাস্তায় গর্ত থাকার কারণে সন্ধার পর ২-৩ টি অটোরিকশা দূর্ঘটনার শিকার হয়েছে। তাই আমরা ইট ও বালু দিয়ে কিছুটা হলেও রাস্তা মেরামত করার চেষ্টা করেছি।
তারা আরও বলেন, এই রাস্তা দিয়ে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন ধরনের রোগী যাতায়াত করে। রাস্তার যে অবস্থা যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে। তাই দূর্ঘটনা থেকে মুক্তি পেতে অতি দ্রুত সড়কটি মেরামত করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/gv9n
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন