English

27.2 C
Dhaka
রবিবার, অক্টোবর ১২, ২০২৫
- Advertisement -

বিতর্কের মাধ্যমে নিরাপদ সড়কের বার্তা ছড়াল নিসচা ভৈরব শাখা

- Advertisements -

ভৈরব প্রতিনিধি: ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার মাসব‍্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেল ৩:০০টায় নিসচার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ৮ম শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতার বাছাই পর্ব।

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিতর্কের বিষয় ছিল – “নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগই প্রধান সমাধান।” বিতর্ক প্রতিযোগিতায় বিষয়ের পক্ষে অংশ নেয় ওয়ার্ড আদর্শ উচ্চ বিদ্যালয়, রাজনগর এবং বিপক্ষে ছিল জামালপুর টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়, ভৈরব।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন – প্রভাষক ইমরান হোসাইন, সহ-সম্পাদক, নিসচা ভৈরব, শাহ আলম জনি, সাংগঠনিক সম্পাদক, নিসচা ভৈরব, আফছানা নাজনীন প্রিয়া, কার্যকরী সদস্য, ও সুমাইয়া হামিদ দিয়া সদস‍্য সচিব বিতর্ক উদযাপন উপ-কমিটি নিসচা ভৈরব শাখা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আলাল উদ্দিন, সাধারণ সম্পাদক, নিসচা ভৈরব শাখা ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য, নিরাপদ সড়ক চাই।

সুন্দর ও প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন শাহ আলম জনি আহবায়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ উদযাপন কমিটি ও সাংগঠনিক সম্পাদক নিসচা ভৈরব শাখা। তাকে সহযোগিতা করেন এনামুল হক, আশরাফুল আলম ও শফিকুল ইসলাম নিসচার সক্রিয় সদস্য নিসচা ভৈরব শাখা। বিতর্কের বাছাইপর্বে পক্ষে ওয়ার্ড আদর্শ উচ্চ বিদ‍্যালয় ও বিপক্ষে জামালপুর টেকনিক্যাল হাই স্কুল অংশ গ্রহণ করে। বিপক্ষ দল ১ম রাউন্ডে অংশগ্রহনের সুযোগ লাভ করেন। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিপক্ষ দলের দলনেতা পুষ্প আক্তার।

এ আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে নিরাপদ সড়ক নিয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি যুক্তিবোধ ও মত প্রকাশের চর্চাকে উৎসাহিত করতে চায়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/puv5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন