নিজস্ব প্রতিবেদক, ভৈরব: জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে “নিরাপদ সড়ক চাই (নিসচা)” ভৈরব শাখার মাসব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় নিসচা ভৈরব কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রয়াত নিরাপদ সড়ক আন্দোলনের সূচনাকারী জাহানারা কাঞ্চনের রূহের মাগফেরাত এবং নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তি কামনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নিসচা ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মোঃ আলাল উদ্দিন। আলোচনা সভায় বক্তব্য রাখেন নিসচার সহ-সাধারণ সম্পাদক ও উদযাপন কমিটির আহবায়ক দেলোয়ার হোসেন সুজন এবং সদস্য সচিব ও কার্যকরী সদস্য মোঃ জাকির হোসেন বিএসসি।
এ সময় উপস্থিত ছিলেন নিসচার মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, কার্যকরী সদস্য রক্ত সৈনিক মোঃ নজরুল ইসলাম, শাহীনা আক্তার নিলীমা, ফাতেমা বেগম দীপালী, আশরাফুল আলম, এম এ বাকী বিল্লাহ, মোঃ জহিরুল ইসলাম, আলী আকরাম ও লোকমান হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শেষে মোঃ জাকির হোসেন বিএসসির পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

