ইসমাইল হোসেন, সাভার থেকেঃ অতি সম্প্রতি সাভারের আমিন বাজারে তিতাস গ্যাস পাইপে লিকেজের ঘটনায় আনুমানিক দীর্ঘ প্রায় এক মাস পুরো ইউনিয়নের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকে।
পরে উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সরকারের তৎপরতায় এবং আমিনবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজুদ্দিন ফালান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় তিতাসের পাইপ সংস্কারকাজ সম্পন্ন হয়েছে।
তবে পাইপের এই সংস্কার কাজ করতে গিয়ে ব্যাপক মাটি খননের ফলে মহাসড়কের বেশ কিছু অংশ জুড়ে খননকৃত মাটি স্থান পায় যার দরুন মহাসড়কে যানজট সহ নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।
আজ ২১ শে জুলাই নিসচা সাভার উপজেলা শাখার নেতৃত্বে এবং স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজুদ্দিন ফালান ও ট্রাফিক ইন্সপেক্টর বিমল সরকারের সহযোগিতায় মহাসড়কের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও মাটি অপসারণ কর্মসূচি পালিত হয়। উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন নিসচা সাভার উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক আশিফুল ইসলাম জনি, সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন টুটুল, কার্যকরী সদস্য তানভীর আহমেদ পাভেল সহ আরো অনেকে।