ইসমাইল হোসেন, সাভার থেকেঃ ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আজ সাভারের জামি’আ মদীনাতুল উলুম মাদ্রাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) সাভার উপজেলা শাখা।
উক্ত সমাবেশে সড়কের যানজট নিরসন, দুর্ঘটনা রোধ ও ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নিসচা সাভার উপজেলা শাখার সভাপতি তার বক্তব্যে বলেন, “প্রতিটি দুর্ঘটনার পেছনে লুকিয়ে থাকে আমাদের সামান্য অবহেলা। সমাজে পরিবর্তন আনতে হলে প্রত্যেককে নিজের জায়গা থেকে সচেতন হতে হবে।”
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকেই যদি শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তা বিষয়ক শিক্ষা ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়া যায়, তাহলে ভবিষ্যতে একটি দুর্ঘটনামুক্ত ও শৃঙ্খলাপূর্ণ সড়ক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলা, ফুটওভার ব্রিজ ব্যবহার, হেলমেট ও সিটবেল্ট পরিধানের গুরুত্ব সম্পর্কে সচেতন করেন।
সমাবেশে উপস্থিত শিক্ষার্থীরা “নিরাপদ সড়ক চাই” আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে প্রতিজ্ঞা করে যে—
তারা নিজেরা সচেতন হবে এবং অন্যদেরও সচেতন করবে।