আজ ১ মে বৃহস্পতিবার মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে বাংলাদেশসহ বিশ্বজুড়ে এ দিবস পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে আজ নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা কমিটির আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিনিয়র উপদেষ্টা রোটা: মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে সাধারন সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, দপ্তর সম্পাদক ইমরান তালুকদার নিপুন, ক্রিয়া সম্পাদক গোলাম মোক্তাদির, সদস্য আমিন, মনু , সাদমান প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অর্থ সম্পাদক জাহিদুর রহমান।
সভায় বক্তারা বলেন, ১ মে শুধু একটি তারিখ নয়, এটি শ্রমিকশ্রেণির অধিকার–সচেতনতা, সংগ্রাম, আত্মত্যাগ ও ঐক্যের প্রতীক। এটি স্মরণ করিয়ে দেয় যে শ্রমিকেরা শুধু উৎপাদনের একটি অংশ নন, তাঁরা সমাজের ভিত্তি। তাঁদের অধিকার, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব।
সভায় নিসচা বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে দাবি জানানো হয় পরিবহন শ্রমিকদের কর্ম ঘন্টা যেটি ৮ঘন্টা নির্ধারিত করা আছে এর বেশী যেন কোন শ্রমিককে কাজ করতে না হয় এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে হবে। পরিবহন শ্রমিকরা কর্মঘন্টার বেশী কাজ করার কারণে দেশে সড়ক দুর্ঘটনার হার বৃদ্ধি পাচ্ছে। নিসচা কর্মিরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকরী ভুমিকা পালনে যথাযথ কর্তৃপক্ষের নিকট আবহান জানান।