মারুফ বাবু, মোংলা প্রতিনিধিঃ “নিরাপদ সড়ক চাই (নিসচা)” মোংলা উপজেলা শাখার উদ্যোগে মোংলা ফেরীঘাটে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাংবাদিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই কমিটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল-আমিন এবং সঞ্চালনা করেন উপজেলা কমিটির দপ্তর সম্পাদক অন্জন বিশ্বাস ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিরাপদ সড়ক চাই নির্বাহী কমিটির উপদেষ্টা,মোঃ নুর আলম শেখ, সরদার আঃ হান্নান, সহ-সভাপতি আফরোজা হীরা,মাওলানা আব্দুর রউফ,সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফ হাওলাদার (বাবু), সহ- সাধারন সম্পাদক মোঃ রুহুল আমিন হাওলাদার, কমিটির কার্য নির্বাহী সদস্য মোঃ শাহাদাৎ, মোঃ কারিমুল ইসলাম, মোঃ মনির খান, মহীন্দ্রনাথ রায়, সুদিপ কুমার মন্ডল, মোঃ রাকিব হাওলাদার প্রমুখ। র্যালিটি ট্রলার ঘাট ও ভ্যানস্ট্যান্ড এলাকায় প্রদক্ষিণ করে।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং প্রত্যেক চালক, পথচারী ও নাগরিকের দায়িত্বশীল আচরণই পারে নিরাপদ সড়ক নিশ্চিত করতে।” বক্তারা আরও বলেন, “প্রতিদিন হাজারো প্রাণ ঝরে পড়ছে সড়কে অবহেলা ও বেপরোয়া গতির কারণে এবং আমাদের বাসস্ট্যান্ডে বাসের হেল্পাররা যাত্রীদের টানাটানি করে ও ট্রলার স্টান্ডে ভ্যান গাড়ি অতিরিক্ত ভাড়া নেওয়া এ থেকে সতর্ক ও সচেতন হতে হবে।
আমাদের সবার সম্মিলিত উদ্যোগই পারে এই দুর্ঘটনা রোধে কার্যকর ভূমিকা রাখতে।” অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা “পথ যেন হয় শান্তির মৃত্যুর নয়” এই শ্লোগান নিয়ে সকলের জন্য নিরাপদ সড়ক গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এই কর্মসূচির মাধ্যমে মোংলা উপজেলায় নিরাপদ সড়ক গঠনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। মোংলা উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশের সহায়তায় ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন “নিরাপদ সড়ক চাই” নেতৃবৃন্দ।