সোহেল, দাগনভূঞা থেকে: ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির সমাপ্তি উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) দাগনভূঞা উপজেলা শাখার উদ্যোগে চলমান কার্যক্রমের অংশ হিসেবে রাতের বেলাতেও সড়কে কাজ করছে সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীদুল ইসলাম–এর সহযোগিতায় দাগনভূঞা বাজার এলাকায় রাতেও সড়ক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হয়। সড়কযোদ্ধারা যানজট নিরসনে সক্রিয় ভূমিকা রাখছেন এবং রোড কোন (Road Cone) বসিয়ে গতি নিয়ন্ত্রণে সহায়ক পথ তৈরি করে দিচ্ছেন, যাতে বাজার এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক থাকে।
নিসচা দাগনভূঞা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক সোহেল এর নেতৃত্বে এ কার্যক্রমে অংশ নেন সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, সমাজকল্যাণ সম্পাদক আবদুল মতিন, সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দিন এবং সদস্য সাংবাদিক মাওলানা এম এ কুদ্দুছ।
বক্তারা জানান, “দিন-রাত যেকোনো সময় সড়ক নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। নিরাপদ সড়ক চাই শুধু একটি সংগঠন নয়, এটি একটি মানবিক আন্দোলন, যার লক্ষ্য মানুষের জীবন বাঁচানো।”
রাতের অন্ধকারেও নিসচার এই নিবেদিত কর্মীদের সক্রিয় ভূমিকা স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। এভাবেই দাগনভূঞার সড়কযোদ্ধারা দিন-রাত কাজ করে যাচ্ছেন নিরাপদ সড়ক গড়ার অঙ্গীকারে।
