রাজশাহীতে আরএমপি ট্রাফিক পুলিশের মাঝে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অফিসে এই ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক যুব সংগঠন জেসিআই এর রাজশাহী জেলা কমিটির সভাপতি ও নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ এর নের্তৃত্বে উক্ত ডেন্টাল ক্যাম্পে অংশগ্রহণ করেন ডা. মাহাফিল আরা মুনমুন, ডা. আরিফ হোসেন ও ডা. মুজাহিদ।
জেসিআই এর আয়োজনে এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখার সার্বিক সহযোগীতায় ডেন্টাল ক্যাম্পে উপস্থিত ছিলেন আরএমপি’র ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহিবুল ইসলাম, রাজশাহী লায়ন্স ক্লাবের রিজিয়ন চেয়ার পার্সন ও সাবেক সভাপতি ইঞ্জি. জিয়া উদ্দিন আহমদ, নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু ও সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন টিআই নোমান, ট্রাফিক সার্জেন্ট, ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ, সড়কযোদ্ধা আসমানী খাতুন আখি, মৌসুমি আক্তার, আফ্রিদি, মারুফ প্রমুখ।
অংশগ্রহণকারীদের বিনামূল্যে দাঁতের পরীক্ষা, মৌখিক স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এছাড়াও সচেতনতা বৃদ্ধির জন্য দাঁতের যত্ন ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। সেবা প্রদান শেষে সেবাগ্রহীতাদেরকে মেডিপ্লাসের পক্ষ থেকে একটি করে টুথপেস্ট উপহার দেওয়া হয়। ডেন্টাল ক্যাম্পটি দুপুর ১২ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টার দিকে সমাপ্তি করা হয়।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের মধ্যে দাঁতের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরি করাই এই ক্যাম্পের মূল লক্ষ্য। এছাড়াও সেবাগ্রহীতারা বিনামূল্যে এই সেবা গ্রহণ করে অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/6nb1