“সবার জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করি”—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রাজশাহীর জিরো পয়েন্টে অনুষ্ঠিত হলো নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখা এবং আন্তর্জাতিক যুব সংগঠন জেসিআই রাজশাহী-এর যৌথ উদ্যোগে আয়োজিত সড়ক নিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচি।
দিনব্যাপী আয়োজনে ছিলো রোড-শো, লিফলেট বিতরণ ও ট্রাফিক ক্যাম্পেইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু। বক্তব্য রাখেন নিসচার উপদেষ্টা প্রকৌশলী জিয়াউদ্দীন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলাম, জেসিআই রাজশাহীর লোকাল প্রেসিডেন্ট ও নিসচা রাজশাহীর সাংগঠনিক সম্পাদক ডাঃ আমানুল্লাহ বিন আখতার আবিদ।
বক্তারা বলেন— “প্রতিটি সড়ক দুর্ঘটনার পেছনে একটি না একটি অনিয়ম থাকে। সড়কে শৃঙ্খলা ফেরাতে চালক, পথচারী ও যাত্রী—সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতাই দুর্ঘটনা কমানোর সবচেয়ে বড় হাতিয়ার।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিসচা রাজশাহী জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক সাবান আলী দিলীপ, কার্যকরী সদস্য কবি মোস্তফা ফেরদৌস হাজরা, সবুজ আলী, আজমিরা আখতার পাঁপিয়া, সাহান, মাহি, মেরিনা, মিজান, মৌসুমি, ইসমত আরা, আঁখিমনি প্রমুখ।
জেসিআই রাজশাহীর সক্রিয় সদস্য মাহমুদুর রহমান সবুজ, এম এ ইসলাম জয়, সুয়ায়েব ফারদিন ও মুস্তাকিম হোসেনও ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন।
বক্তারা সর্বসম্মতভাবে আহবান জানান—“আইন মেনে চলুন, সড়ক দুর্ঘটনা রোধ করুন, নিরাপদ সড়ক গড়ুন।”
