‘”মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি-কমবে জীবন ও সম্পদের ক্ষতি'” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ সকালে বগুড়ার শাজাহানপুরে নিরাপদ সড়ক চাই (নিসচা), উপজেলা শাখার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস -২৫ উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে র্যালী শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নিসচা উপজেলা শাখার সভাপতি ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন আলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমান।
সভায় আরো বক্তব্য রাখেন হাইওয়ে ওসি সহ নিসচা’র নেতৃবৃন্দ।
সভা পরিচালনা করেন নিসচা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনছার আলী।