ইসমাইল হোসেন, সাভার থেকেঃ আগামী ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ (২রা অক্টোবর) সাভার-এ নিরাপদ সড়ক চাই (নিসচা) সাভার উপজেলা শাখা এক মতবিনিময় সভার আয়োজন করে। সভায় উপস্থিত ছিলেন সাভার হাইওয়ে থানার অফিসার ইন চার্জ (ওসি) ছালেহ আহমদ।
আলোচনায় সড়কের নৈরাজ্য, বিশৃঙ্খলা, যানজট নিরসন এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা গৃহীত হয়। এসময় উভয়পক্ষই সড়কে শৃঙ্খলা ফেরানো ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভায় নিসচার নেতৃবৃন্দ জানান, “সড়ক শুধু যানবাহনের নয়, এটি মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই নিরাপদ সড়ক গড়তে আইন প্রয়োগের পাশাপাশি জনগণের সচেতনতা সবচেয়ে জরুরি।”
ওসি ছালেহ আহমদ আশ্বাস দিয়ে বলেন, “হাইওয়ে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে। যানজট ও নৈরাজ্য কমাতে আমরা প্রশাসনিক ব্যবস্থা নেব এবং জনগণকে নিয়ে কাজ করব।”
উল্লেখ্য, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক গড়ার লক্ষ্য নিয়ে ‘নিসচা সাভার উপজেলা শাখা’ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।