English

25.8 C
Dhaka
রবিবার, অক্টোবর ১২, ২০২৫
- Advertisement -

সাভারে নিসচা’র সড়কযোদ্ধাদের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

- Advertisements -

ইসমাইল হোসেন, সাভার থেকে: জাতীয় নিরাপদ সড়ক দিবস -২০২৫ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আজ ১১ই অক্টোবর, সাভারের রেডিও কলোনী এলাকায় সড়কের যানজট ও বিশৃঙ্খলা দূরীকরণ এবং দুর্ঘটনা রোধের লক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) সাভার উপজেলা শাখার সড়কযোদ্ধাবৃন্দ এক সচেতনতামূলক কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে সহযোগিতা করেন সাভার হাইওয়ে থানার অফিসার ইন চার্জ (ওসি) ছালেহ আহমদ এর নেতৃত্বে পুলিশের একটি বিশাল টিম।

এ সময় নিসচা’র সদস্যরা সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্রিয়ভাবে অংশ নেন। তারা উল্টো পথে চলাচলরত অটোরিকশা ও থ্রি হুইলার যানবাহনকে বাধা প্রদান, হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের জরিমানা কার্যক্রমে সহায়তা এবং সড়কের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও যানজট নিরসনে ট্রাফিক আইন বাস্তবায়নে অংশগ্রহণ করেন।

নিসচা সাভার উপজেলা শাখার সভাপতি বলেন, “সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা কেবল পুলিশের দায়িত্ব নয়, এটি আমাদের প্রত্যেক নাগরিকের দায়িত্ব। আমরা যদি সবাই সচেতন হই, তবে দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে।”

এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলা, উল্টো পথে না চলা, এবং নিরাপদ সড়ক ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানানো হয়।

নিসচা সাভার উপজেলা শাখার এই উদ্যোগ স্থানীয় এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে এবং সড়ককে নিরাপদ রাখার আন্দোলনে নতুন উদ্দীপনা যোগ করেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/v18r
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন