English

29 C
Dhaka
বুধবার, অক্টোবর ২২, ২০২৫
- Advertisement -

সাভারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উৎযাপিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস

- Advertisements -

ইসমাইল হোসেন, সাভার থেকেঃ সাভারে আজ (২২শে অক্টোবর) বর্ণাঢ্য শোভাযাত্রা, র‍্যালি ও আলোচনা সভার আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৫। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল — “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি।”

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেয় বিআরটিএ, সাভার হাইওয়ে থানা, ফায়ার সার্ভিস, নিরাপদ সড়ক চাই (নিসচা) সাভার উপজেলা শাখা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আলোচনা সভার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির শুরু হয়। সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‍্যালী বের হয়, যা সাভার উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভারের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঢাকা জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম খান, সাভার হাইওয়ে থানার প্রতিনিধিবৃন্দ, সাভার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান নঈম, নিরাপদ সড়ক চাই (নিসচা) সাভার উপজেলা শাখার সভাপতি ইসমাইল হোসেনের নেতৃত্বে সড়কযোদ্ধাবৃন্দ এবং
বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অপরিহার্য। সবাই হেলমেট ব্যবহার, গতি সীমা মেনে চলা এবং ট্রাফিক আইন মেনে চলার উপর গুরুত্বারোপ করেন।

সভায় নিসচা সাভার উপজেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন বলেন —
“নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকারের উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতা অপরিহার্য। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই “নিরাপদ সড়ক চাই” শপথ গ্রহণ করেন এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ur5q
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন