পথ যেন হয় শান্তির মৃত্যুর নয় এই স্লোগান কে সামনে পালিত হয়েছে নিরাপদ সড়ক দিবস। নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী জনসচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে এসে সমাবেশে মিলিত হয়।
এসময় নিসচা জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নিসচা জেলা শাখার উপদেষ্টা মনির উদ্দিন মনির, জসিম উদ্দিন, সভাপতি মোশাহিদ আলম তালুকদার মহিম, দূর্গটনা ও গবেষণা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, প্রচার সম্পাদক কর্ণ বাবু দাস, সদস্য তহুর মিয়া,অাপ্তাব উদ্দিন,অাবু হানিপ, নুর হোসেন পরান, হানিফ উল্লাহ,রনি,সাগর,অাল অামিন,মারপত অালী অন্তর,বিজয়, সামিউল করিম,জাবেদ অাহমেদ, নূরজানান নূরি, রেজিনা।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ot9w
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন