“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” আজ ২২ অক্টোবর, সারাদেশের মতো বগুড়াতেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।
সকালে বেলা সাড়ে ৯টার দিকে বিআরটিএ বগুড়া সার্কেলের আয়োজনে র্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন
হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) শহিদ উল্লাহ।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, হাইওয়ে পুলিশের কর্মকর্তা, পরিবহন প্রতিনিধি ও নিরাপদ সড়ক চাই (নিসচা) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসের দ্বিতীয় পর্বে, বিকাল ৫টায় হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের উদ্যোগে বারপুর থেকে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি মাটিডালি হয়ে প্রায় তিন কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে হাইওয়ে পুলিশ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালিতে অংশ নেন শতাধিক পুলিশ সদস্য, ছাত্রছাত্রী, স্বেচ্ছাসেবক এবং নিসচার কর্মীরা।
র্যালি শেষে হাইওয়ে পুলিশ কার্যালয়ের হলরুমে একটি সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা বলেন — সড়ক নিরাপত্তা শুধু আইন প্রয়োগ নয়, এটি একটি সামাজিক আন্দোলন। চালক, যাত্রী ও পথচারী সকলের সচেতন অংশগ্রহণ ছাড়া নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব নয়।
বক্তারা আরও জানান, হাইওয়ে পুলিশ সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে এবং
ভবিষ্যতেও জনগণের পাশে থেকে দুর্ঘটনামুক্ত সড়ক গঠনে ভূমিকা রাখবে।
উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে পুলিশ সুপার শহিদ উল্লাহ বলেন — “সচেতনতার মধ্য দিয়েই নিরাপদ সড়ক গড়ে তোলা সম্ভব, প্রত্যেকে যদি নিজ দায়িত্ব ঠিকভাবে পালন করে, তাহলেই দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।”
দিবসের কর্মসূচি শেষে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।