English

26.2 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২১, ২০২৬
- Advertisement -

হাইওয়ে সড়কে অবৈধ যান চলাচল বন্ধ ও অটোরিকশা নিয়ন্ত্রণের দাবিতে কুষ্টিয়ায় নিসচার মানববন্ধন

- Advertisements -

কুষ্টিয়া প্রতিনিধি: নিরাপদ সড়ক নিশ্চিতকরণে হাইওয়ে সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ এবং শহরের ভেতরে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখা।

বুধবার বিকেলে কুষ্টিয়া শহরের মজমপুর ট্রাফিক অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নিসচা কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নূরুন্নবী বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হাফিজ লালু, ‘একটু পাশে দাঁড়াই’ সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম টিপু, কুষ্টিয়া জেলা দোকান মালিক সমিতির সহ-সভাপতি আব্দুল মালেক, নিসচা কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আতাউল গনি উসমান, সাংগঠনিক সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন, এন এস রোড দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মকসুদুল হক কল্লোল, জুলাই যোদ্ধা সংসদ কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক মনিরুল ইসলাম বাপ্পী, সাফ-এর নির্বাহী পরিচালক ও নিসচা সহ-সাংগঠনিক সম্পাদক মীর আব্দুর রাজ্জাক এবং রাসেল পারভেজ।

বক্তারা বলেন, কুষ্টিয়ার হাইওয়ে সড়কে অবৈধ যানবাহন চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে কিংবা পঙ্গুত্ব বরণ করছে। অথচ এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তারা অবিলম্বে হাইওয়ে সড়কে অবৈধ যান চলাচল বন্ধে কঠোর অভিযান পরিচালনার দাবি জানান।

এছাড়া বক্তারা বলেন, শহরের ভেতরে নিয়ন্ত্রণহীনভাবে অটোরিকশা চলাচলের ফলে যানজট চরম আকার ধারণ করেছে। এতে পথচারী ও যানবাহন চালকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। একটি সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণের আহ্বান জানান তারা। এছাড়াও হাইওয়ে সড়কে অবৈধ যানবাহন চলাচল পুরোপুরি বন্ধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার পরামর্শ দেন।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন নিসচা কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি সাইদুর রহমান রুবেল, ফরহাদ হাসান সুমন, অর্থ সম্পাদক অঞ্জন কৃষ্ণ শীল শুভ, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহাফুজ্জামান তিতাস, প্রকাশনা সম্পাদক আব্দুস সালাম, সাংস্কৃতিক সম্পাদক সাইদুল ইসলাম রিপন, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মিথুন আলী, যুব সম্পাদক সানজান ইসলাম প্রেম, নির্বাহী সদস্য আব্বাস হোসেন, খন্দকার সোহেল টানু, আব্দুল্লাহ আল নোমান, এস এম ইয়াসিন আরাফাত, নাজমুল হকসহ আরিয়ান বয়েজ সংগঠনের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধন শেষে বক্তারা দ্রুত দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/j57b
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন