জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখার বিভিন্ন মোটরসাইকেল শোরুমে হেলমেট বিক্রির আহ্বান পত্র বিতরণ করেছে। সংগঠনটি চাইছে, প্রতিটি মোটরসাইকেল বিক্রির সঙ্গে অন্তত একটি মানসম্মত হেলমেট বিক্রি বাধ্যতামূলক হোক, যাতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমানো যায়।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা শাখার পৃষ্ঠপোষক আব্দুল আজিজ, সিনিয়র সহ সভাপতি মার্জানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জমির উদ্দিন, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন, সিনিয়র সদস্য মাছুম আহমদ চুন্নু ও রাহুল দত্ত সহপ্রমুখ। নিসচা আশাবাদী, এই উদ্যোগ বিক্রেতাদের সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি করবে এবং ক্রেতাদের হেলমেট ব্যবহারে উৎসাহিত করবে, যা সামগ্রিকভাবে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।
