সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আজ ২২ জানুয়ারি রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ২য় দিনের মত কমলগঞ্জ উপজেলা আদমপুর ইউনিয়নে আহত ও নিহত গরীব অসহায় পরিবার এর মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।
শীত বস্ত্র কম্বল বিতরণে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই ( নিসচ) কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম, নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার পৃষ্ঠা পোষক এ কে এম আব্দুস সালাম মাষ্টার, নিসচা কমলগঞ্জ শাখার শুভাকাঙ্ক্ষী নইনারপার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মুজাহিদুল ইসলাম, বাজার সেক্রেটারি মোঃ কবির হোসেন, নিসচা কমলগঞ্জ শাখা পৃষ্ঠা পোষক আবু বক্কর, আদমপুর বাজার সিএনজি পরিচালনা কমিটির সভাপতি শাহীন আহমেদ নিসচা সদস্য সিকান্দর আলী, ফয়ছল আহমদ সহ অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ যে আগামীকাল কেও আর কিছু কম্বল বিতরণ করা হবে।
