মৌলভীবাজার জেলা কমলগঞ্জ উপজেলায় আজ ২৪ ডিসেম্বর রোজ বুধবার দুপুর ১২ ঘটিকায় সময় কমলগঞ্জ চন্ডিপুল হাফিজি মাদ্রাসা প্রাঙ্গণে নিরাপদ সড়ক চাই ( নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে নিসচা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি, বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী,একুশে পদকপ্রাপ্ত, সড়কের মহানায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে আজ কেক না কেটে উনার রোগমুক্তির জন্য নিসচা কমলগঞ্জ শাখার আয়োজনে দোয়া মাহফিল ও সিন্নি বিতরণ অনুষ্ঠিত হয়।
উল্লেখ যে নিসচা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বর্তমানে দেশের বাইরে অসুস্থ অবস্থায় লন্ডনে চিকিৎসাধীন আছেন উনার জন্মদিন উপলক্ষে কেক না কেটে ওনার সুস্থতার জন্য দোয়া ও সিন্নি আয়োজন করে নিসচা কমলগঞ্জ শাখা।উনার আশু রোগমুক্তি জন্য মাদ্রাসা শিক্ষক ও ছাত্র বৃন্দ ও নিসচা কমলগঞ্জ শাখার উপজেলা নেতৃবৃন্দ দোয়া ও মোনাজাত করেন উনার রোগ মুক্তির জন্য। উক্ত দোয়া ও সিন্নি বিতরণ উপস্থিত ছিলেন নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্ত, সহ সভাপতি বকুল আহমদ, নিসচা সম্মানিত দায়িত্বশীল বৃন্দ ডাঃ এস কে নাহিদ, সাংবাদিক শামিম আহমদ, খান মোহাম্মদ হোসাইন, দেলোয়ার হোসেন, এবাদুর রহমান, সিকান্দর আলী,সাঈদ আহমদ, রিপন মিয়া, আমজাদ হোসেন রাজন মিয়া সহ উক্ত মাদ্রাসা শিক্ষক ও ছাত্র বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
