জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তি কামনায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জে দোয়া ও আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৯ অক্টোবর) বাদ জোহর, কমলগঞ্জের উসমান আলী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।
সভায় সভাপতিত্ব করেন উক্ত মাদ্রাসার সুপার মহোদয় এবং পরিচালনা করেন নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি, সাংবাদিক মোঃ আব্দুস সালাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা কমলগঞ্জ শাখার পৃষ্ঠপোষক ও মাদ্রাসা সভাপতি এ কে এম আব্দুস সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নিসচা পৃষ্ঠপোষক আবু বক্কর, নিসচা উপজেলা সদস্য দেলোয়ার হোসেন, শুভাকাঙ্ক্ষী সিকন্দর আহমদ, মাদ্রাসা শিক্ষকবৃন্দসহ স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা।
দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সুপার মহোদয়। এসময় মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হয়ে ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্য কামনা করেন।
উল্লেখ্য, ইলিয়াস কাঞ্চন বর্তমানে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন আছেন।