১৬/০১/২০২৬ রোজ শুক্রবার কালুনগর, হাজারীবাগ, ঢাকায় বাটারফ্লাই স্কুলের শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয় নিসচা প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় দোয়া এবং মোনাজাতের মধ্য দিয়ে। উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেছে আগামীর বাংলাদেশ ফাউন্ডেশন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস. এম. আজাদ হোসেন, মহাসচিব, নিসচা কেন্দ্রীয় কমিটি, আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক কেন্দ্রীয় কমিটি, শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য কেন্দ্রীয় কমিটি, স্মৃতি কণা উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন মোঃ ওমর ফারুক সম্রাট, প্রধান সমন্বয়ক, আগামীর বাংলাদেশ ফাউন্ডেশন সহ বাটারফ্লাই স্কুলের শিক্ষার্থী অভিভাবক শিক্ষক মন্ডলী এবং স্বেচ্ছাসেবক বৃন্দ।
বাটারফ্লাই স্কুল ২০১৫ সাল সুবিধা বঞ্চিত শিশুদের বিনামূল্যে পাঠদান করে আসছে। প্রচন্ড শীতে শিশুরা যখন কষ্ট পাচ্ছিল তখন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নিরাপদ সড়ক চাইর প্ল্যাটফর্ম।
অনুষ্ঠানে নিসচা প্রতিষ্ঠাতা জনাব ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
