গোলাম রব্বানী শিপন, বগুড়াঃ দেশের খ্যাতিমান অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন। গত আগস্টে লন্ডনের উইলিংটন হাসপাতালে তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়। সেখানে টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়, তবে পুরোটা অপসারণ করা সম্ভব হয়নি ঝুঁকির কারণে।
তার সুস্থতার জন্য নিসচা সারাদেশের শাখায় শাখায় চলছে দোয়া। এরই ধারাবাহিকতায় নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার আয়োজনেও চলছে দোয়ার আয়োজন। রোববার সন্ধ্যায় নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার আয়োজনে অসুস্থ চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এর জন্য বগুড়ার শহরতলীর ঠনঠনিয়া নূরুল আলা নুর হাফেজিয়া মাদ্রাসা দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন, হাফেজ মাওলানা নূর মোহাম্মদ এসময় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী শিপন, কোষাধ্যক্ষ জাহিদুর রহমান, নির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান প্রমূখ।