English

23 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
- Advertisement -

কমলগঞ্জ উপজেলা শাখা নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

- Advertisements -

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনীতে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রোগ্রামে সভাপতিত্ব করেন নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম ও সঞ্চালনা করেন নিসচা কমলগঞ্জ শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্ত।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ আবু জাফর মোঃ মাহফুজুল কবির।

বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন কমলগঞ্জ বিআরডিবি সভাপতি মোঃ ছরওয়ানা শোকরানা, ডাঃ এস কে নাহিদ, ইসলামিক ফাউন্ডেশন কমলগঞ্জ পরিচালক ইকবাল হোসেন, জনাব মোঃ আব্দুল করিম সভাপতি মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কমলগঞ্জ, জনাব হোসাইন আহমদ সাধারণ সম্পাদক মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কমলগঞ্জ শাখা,দপ্তর সম্পাদক আবু শাহিদ, নিসচা কমলগঞ্জ শাখার পৃষ্ঠা পোষক আবু বক্কর,নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি বকুল আহমদ, জনাব মোঃ রিয়াজ মিয়া পরিবহন শ্রমিক ইউনিয়ন আদমপুর শাখা, সাংবাদিক আব্দুল হাই,বিএনপি নেতা আব্দুস সালাম, সামাজিক সংগঠন বন্ধনে সভাপতি তারেক পাটোয়ার, কমলগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদের অন্যতম সমন্বয়ক সালেহ আহমদ,কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি পিন্টু দেবনাথ,সাংবাদিক রাজন আহমদ, খান মোহাম্মদ হোসাইন, উপজেলা CNG কমিটির সভাপতি খলিল আহমেদ প্রতিনিধি সহ নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সদস্যবৃন্দ শুভাকাঙ্ক্ষী ও পুলিশ প্রশাসন ও সাংবাদিক বৃন্দ।

এসময় বক্তারা বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। নিসচার দীর্ঘ ৩২ বছরের সংগ্রামে দেশে সড়ক নিরাপত্তা আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। উল্লেখ্য, ১ ডিসেম্বর ২০২৫ নিরাপদ সড়ক চাই (নিসচা) তাদের সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এর আহ্বানে সাড়া দিয়ে নিসচা কমলগঞ্জ উপজেলা শাখা সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।কর্মসূচির মধ্যে রয়েছে, আলোচনা সভা, আনন্দ সমাবেশ, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান, শিক্ষার্থীদের নিয়ে “নিরাপদ সড়ক চাই, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0fjq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন