English

26 C
Dhaka
বৃহস্পতিবার, মে ১, ২০২৫
- Advertisement -

চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ‘নিরাপদ সড়ক চাই’ শীর্ষক শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত

- Advertisements -

হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন বগুড়ার অধীনে সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার আওতাধীন চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে “নিরাপদ সড়ক চাই” শীর্ষক এক শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ বুধবার সকাল ১১.৩০ মিনিটে বগুড়া হাইওয়ে পুলিশের আয়োজনে চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন বগুড়ার পুলিশ সুপার জনাব, মোঃ শহিদ উল্লাহ্ (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ মোস্তাফিজার রহমান,উপদেষ্টা-নিরাপদ সড়ক চাই বগুড়া ও জনাব মোঃ রকিবুল ইসলাম (সোহাগ), সাধারন-সম্পাদক নিরাপদ সড়ক চাই বগুড়া। আরো উপস্থিত ছিলেন, দপ্তর সম্পাদক ইমরান তালুকদার, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম সহ উপস্থিত বিদ্যালয়ের সম্নানিত শিক্ষকগণ ও শিক্ষার্থীবৃন্দ।

সমাবেশে ব্ক্তারা শিক্ষার্থীদের রাস্তা চলাচলের নিয়ম ও সড়ক দুর্ঘটনাএড়িয়ে চলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সমাবেশে প্রধান অতিথি হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন বগুড়ার পুলিশ সুপার জনাব, মোঃ শহিদ উল্লাহ্ (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা আমাদের সকলের কাম্য। কিন্তু সড়কের অব্যবস্থাপনা, ট্রাফিক নিয়মকানুন সম্পর্কে অনভিজ্ঞ ও অসচেতনতাসহ বিভিন্ন কারণে সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। শিশু ও শিক্ষার্থী থেকে শুরু করে কেউই সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পাচ্ছে না। দুর্ঘটনা রোধে রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ বা জেব্রাক্রসিং ব্যবহার করতে হবে। রাস্তা পারাপারে সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে। প্রয়োজনে সু-শৃঙ্খলভাবে ফুটপাত দিয়ে কিংবা রাস্তার ডান পাশ ঘেষে হাঁটতে হবে। সড়ক দুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব না হলেও সচেতনতার মাধ্যমে কমিয়ে আনা সম্ভব।

বিশেষ অতিথি নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার উপদেষ্টা জনাব মোঃ মোস্তাফিজার রহমান বলেন, সড়কে দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের মাঝে সচেতনতা সৃষ্টি, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের দিক-নির্দেশনা প্রদান, গুরুত্বপূর্ণ স্থানে প্রচার-প্রচারণা অব্যাহত রাখতে হবে। স্কুল-কলেজে প্রতিদিনের সমাবেশে সড়ক নিরাপত্তা বিষয়ে আলোচনা করা জরুরি। প্রয়োজনে শিক্ষকেরা এ বিষয়ে ট্রাফিক পুলিশের সহযোগিতা নিতে পারেন।

নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার সাধারন সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সড়ক দুর্ঘটনার জন্য শুধু চালকেরা এককভাবে দায়ী নয়। ডানে-বামে না দেখে হঠাৎ দৌড়ে রাস্তা পারাপার থেকে বিরত থাকতে হবে। দুর্ঘটনা থেকে রক্ষায় রাস্তায় হাঁটার সময় কিংবা পারাপারের সময় মোবাইল ও হেড ফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। চলন্ত অবস্থায় যানবাহনে ওঠা-নামা করা যাবে না এবং যানবাহন থেকে নামার সময় অবশ্যই প্রথমে বাম পা সামনে দিয়ে নামতে হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন