“সড়কে শৃঙ্খলা ফেরাতে, পৃথক সড়ক নিরাপত্তা আইন চাই” “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”— জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ এর প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৮তম দিনের মতো পালিত হয়েছে দিবসটি।
দিনব্যাপী আয়োজনে ট্রাফিক ক্যাম্পেইন, পথচারীদের মাঝে লিফলেট বিতরণ ও জনসচেতনতা মূলক কর্মসূচি পরিচালনা করা হয়।
এসময় সংগঠনের জেলা শাখার সভাপতি বলেন, “সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে পৃথক সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন এখন সময়ের দাবি। এই আইন ছাড়া নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, সরকারের নিকট স্থানীয় প্রশাসনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছেন সংগঠনের পক্ষ থেকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সংগঠনের জেলা শাখার নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পথচারীরা।