English

28.6 C
Dhaka
বুধবার, অক্টোবর ১, ২০২৫
- Advertisement -

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে নিসচা রাজশাহী জেলা শাখার মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

- Advertisements -
২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় এবারো রাজশাহীতে মাসব্যাপী নানান কার্মসূচি গ্রহণ করেছে।
আজ বুধবার (১ অক্টোবর) দুপুর ১২ ঘটিকার সময় রাজশাহীর লক্ষীপুর এলাকায় নিসচার জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গৃহীত কর্মসূচিগুলো ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহী নগরীর ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে অটোরিকশা নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করা এখন সময়ের দাবি।
মাসব্যাপী কর্মসূচি: কর্মসূচির মধ্যে রয়েছে সাংবাদিক সম্মেলন, ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ, দুর্ঘটনা বিষয়ক ভিডিও প্রদর্শনী, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, মেডিকেল ক্যাম্প, বাইকার ও পরিবহন শ্রমিকদের সঙ্গে মতবিনিময়, স্কুল শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‌্যালি ও মানববন্ধন, দুর্ঘটনায় আহতদের সহায়তা প্রদান, দোয়া মাহফিল ও মুক্ত আলোচনা, দরিদ্র শিশুদের খাতা-কলম বিতরণসহ নানা আয়োজন।
আগামী ৩১ অক্টোবর সকাল ১১টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মাসব্যাপী এ কর্মসূচির সমাপ্তি ঘটবে।
রাজশাহীর ট্রাফিক সিস্টেম উন্নয়নে দাবিসমূহ:
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, রাজশাহী নগরীর ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে অটোচালকদের প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স প্রদান, আধুনিক ট্রাফিক সিগন্যাল চালু ও কার্যকর করা, ফুটপাত দখলমুক্ত করে পথচারীর নিরাপদ চলাচল নিশ্চিত করা, স্কুল-কলেজের সামনে জেব্রা ক্রসিং ও স্পিড ব্রেকার স্থাপন, অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ ও রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা অপসারণ, শহরের বাইরের অটোরিকশার প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ, শিফটভিত্তিক লাল ও সবুজ চিহ্নিত অটোরিকশার নিয়ম কঠোরভাবে মানা, ট্রাফিক পুলিশের সংখ্যা বৃদ্ধি ও প্রশিক্ষণ জোরদার করা, বাইকারদের জন্য হেলমেট ব্যবহার নিশ্চিত করা এবং অপ্রাপ্তবয়স্ক বাইকারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
তাঁরা আরও বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানে দ্রুত পদক্ষেপ গ্রহন ও বাস্তবায়ন এবং সামাজিক নিরাপত্তার আওতায় আনাতে হবে।
সংবাদিক সম্মেলনের শুরুতে প্রয়াত জাহানারা কাঞ্চনসহ সড়কে নিহত সকল শহীদদের স্মরন করে তাদের আত্বার শান্তি কামনা করা হয় এবং নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান জননন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের শারীরিক সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করে শেষ করা হয়।
সংবাদ সম্মেলনে মাসব্যাপী কর্মসূচি ও দাবীসমূহের লিখিত বক্তব্য পাঠ করে শোনান নিসচা রাজশাহী জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক প্রকৌ. মো: আরিফুল ইসলাম আরিফ। এসময় উপস্থিত ছিলেন  সংগঠনটির সহ-সভাপতি প্রকৌ. জুনায়েদ আহমেদ, সহ-সাধারণ সম্পাদক সাবান আলী দীলিপ, সাংগঠনিক সম্পাদক ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ, কার্যকরী সদস্য সবুজ আলী, সাধারন সদস্য আজমিরা আক্তার পাপিয়া, আখিঁ খাতুন সহ অন্যান্য সদস্য ও শিক্ষার্থীবৃন্দ।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/vxhs
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন