জসিম উদ্দিন: নিরাপদ সড়ক চাই এর ৩২ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিসচা জুড়ী উপজেলা শাখার উদ্যোগে আজ (১ ডিসেম্বর) ২০২৫ সোমবার এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নিসচা জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে ও সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক জহিরুল ইসলাম সরকার,সহ সভাপতি প্রভাষক লিটন রঞ্জন দত্ত,সহ সভাপতি সিরাজুল ইসলাম জসিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুহিবুর রহমান, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, কার্যকরী সদস্য নয়ন মিয়া, জালাল মিয়া,বিল্লাল মিয়া সহ বিভিন্ন যানবাহনের মালিক চালক ও সাধারণ জনগণ।র্যালিটি জুড়ী নাইট চৌমুহনী হয়ে জুড়ী শহরের বিভিন্ন প্রধান জায়গাগুলোতে হয়।পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব ইলিয়াস কাঞ্চন এর রোগ মুক্তি কামনায় এক দোয়া অনুষ্ঠিত হয়।
