“জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি” উপলক্ষে আজ রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার উদ্যোগে জনসচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইন ও পথসভা অনুষ্ঠিত হয়।
সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ সড়ক ব্যবস্থার দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তানজানিয়ায় নিযুক্ত বাংলাদেশের সম্মানীয় রাষ্ট্রদূত ড. ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু এবং সঞ্চালনায় ছিলেন সহ-সভাপতি প্রকৌশলী জুনায়েদ আহমেদ। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সুমন।
বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ, সদস্য ডা. মনিরুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক সাবান আলী দিলীপ, কার্যকরী সদস্য সবুজ আলী, ইউনুস আলী, এবং সদস্যবৃন্দ আজমেরী খাতুন (পাঁপিয়া), আসমানী খাতুন, ইসতিয়াক শাহরিয়ার (ইসতি), তমা, পিংকী, শাহান, সাগর, হৃদয়, সিমলা, মৌসুমী, আফ্রিদি, রাকা, ও মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা শুধু একটি ট্র্যাজেডি নয়, এটি একটি জাতীয় সংকট। বক্তারা নিরাপদ সড়ক ব্যবস্থা দ্রুত বাস্তবায়নের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।