খান মহিদুল ইসলাম: আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস। সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দিবসটি যথার্থভাবে পালন করে আসছে।
নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ যথাযথভাবে পালনের লক্ষ্যে আজ ১৮-১০-২৫ শনিবার সকাল ১১টায় ডুমুরিয়া ঈদগাহ মার্কেটে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা- উপদেষ্টা মোল্লা মোশাররফ হোসেন মফিজ ভাইয়ের সঙ্গে আলোচনাহয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন নিসচা সভাপতি খান মহিদুল ইসলাম, সহ-সভাপতি গাজী আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা মনিরুল ইসলাম, জুলফিকার আলী ভুট্টো, যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, কোষাধক্ষ্য রবিউল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ খান, কার্যকরী সদস্য হোসাইন খান, জিয়াউর রহমান, জুয়েল বিশ্বাস, এম এ জলিল, শাহারুজ্জামান সবুজ, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনায় আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস যথাযথভাবে পালন করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং নিসচা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের দ্রুত রোগ মুক্তি কামনা করা হয়।