“পথ যেন হয়, শান্তির মৃত্যুর নয়” ১০ সেপ্টেম্বর’২৫, বুধবার নিরাপদ সড়ক বাস্তবায়নের লক্ষে সচেতনতামুলক কর্মসূচীর অংশ হিসেবে ঠাকুরগাঁও চৌরাস্তায় লিফলেট বিতরন কার্যক্রম ও সচেতনতামুলক প্রচারনা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচীর আওতায় মাইকে মোটরসাইকেল চালকদের হেলমেড পরিধান, গাড়ী চালকদের সিটবেল্ট বাঁধা সহ ব্যাটারী চালিত রিক্সা, ট্রাক-ট্র্যাঙ্কলড়ি চালক এবং পথচারীদের মাঝে সচেতনতামুলক লিফলেট বিতরন ও প্রচার করেন।
এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই(নিসচা), ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট জাহিদ ইকবাল সাধারণ সম্পাদক ননীগোপাল বর্মন, আইন বিষয়ক সম্পাদক ওয়াকিল উজ জামান, নির্বাহী সদস্য আবু সায়েম হিমেল, মোঃ আকতার ফেরদৌস এবং ট্রাফিক সার্জেন্ট মেহেদী হাসান, ট্রাফিক পুলিশ সহিদুর ও মোজাফফর সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা মোটরযান আইন, মোটরযান সাইন এবং ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে গাড়ি চালনা, অস্বাভাবিক দ্রুত গতিতে ও পাল্টা-পাল্টি করে গাড়ী না চালানো, গাড়ী চালনা ও রাস্তা পারাপারের সময় কখনো মোবাইল ফোন ব্যবহার না করা, অদক্ষ চালক ও হেলপার দিয়ে গাড়ী না চালানোর ব্যাপারে সচেতন হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।