আজ ১০ জানুয়ারি, শনিবার নিরাপদ সড়ক চাই (নিসচা) দারুস সালাম থানা শাখার উদ্যোগে রাজধানীর মিরপুর মাজার রোডে একটি ট্রাফিকিং ও সড়ক নিরাপত্তা সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিসচা দারুস সালাম থানা শাখার আহ্বায়ক জনাব আশিফুল ইসলাম জনি। আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব রনি মল্লিক, কার্যকরী সদস্য জনাব জাকির হোসেন টুটুল, জনাব হায়দার আলী, মাহমুদুর রহমান, অজিত চন্দ্র শীল ও মনসুর আলী।
এছাড়াও কার্যক্রমে অংশগ্রহণ করেন গাবতলী ট্রাফিক বক্সের টিআই জনাব মাহবুবুর রহমান। সড়কে শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক আইন মেনে চলা এবং দুর্ঘটনা প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
নিসচা নেতৃবৃন্দ বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
