গোলাম রব্বানী শিপন, মহাস্থান-বগুড়াঃ জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মহাস্থানে সড়ক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত। নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচি বুধবার বিকাল ৪টায় মহাস্থান বন্দরে অনুষ্ঠিত হয়।
এসময় নিরাপদ সড়ক চাই আলোচনার মাধ্যমে চালক ও পথচারীদের বলা হয়, সড়ক সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি, কারণ এটি দুর্ঘটনা কমাতে এবং মানুষের প্রাণ বাঁচাতে সাহায্য করে।
চালকদের অবশ্যই ট্রাফিক আইন মেনে চলতে হবে, বেপরোয়াভাবে গাড়ি চালানো বন্ধ করতে হবে এবং পথচারীদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। অন্যদিকে, পথচারীদেরও ফুটওভার ব্রিজ ও নির্দিষ্ট ক্রসিং ব্যবহার করতে হবে, রাস্তা পারাপারে সতর্ক থাকতে হবে এবং মোবাইল ফোন বা অন্য কোনো কিছুতে মনোযোগ না দিয়ে রাস্তা পার হতে হবে।
সবাইকে ফুটওভার ব্রিজ ও ক্রসিং ব্যবহার করতে হবে। ফুটওভার ব্রিজ বা নির্দিষ্ট ক্রসিং ব্যবহার করে নিরাপদে রাস্তা পারাপার হতে হবে। রাস্তা পার হওয়ার আগে সড়কের ২ পাশে দেখুন এবং নিরাপদ মনে হলেই রাস্তা পার হোন। মোটরসাইকেল চালক ও আরোহী উভয়কেই হেলমেট ব্যবহার করতে হবে।
এতে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী শিপন, কোষাধ্যক্ষ জাহিদুর রহমান, সদস্য আব্দুর রহিম প্রমূখ।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/79lh