English

28 C
Dhaka
সোমবার, আগস্ট ১৮, ২০২৫
- Advertisement -

নিসচা ভৈরব শাখার বাৎসরিক পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

- Advertisements -

মোঃ আলাল উদ্দিন: জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠনের সম্মানে ভূষিত নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার বার্ষিক পারিবারিক মিলন মেলা-২০২৫ দেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল মহেরা জমিদার বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। এতে নিসচা ভৈরব শাখার কার্যকরী কমিটি, সাধারন সদস্য ও প্রাক্তন সদস্য ও পরিবারের সদস্যরা অংশগ্রহন করেন, এতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দময় সময় কাটান নিসচা পরিবারের সড়ক যোদ্ধাগন। আয়োজন ছিলো, শিশু ও নারীদের আকষনীয় খেলাধুলা, পুরস্কার বিতরণ আকর্ষণীয় র‍্যাফেল ড্র।

নিরাপদ সড়ক চাই নিসচা, ভৈরব শাখার সভাপতি ও ভৈরব উপজেলা বিএন পির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান, এবং আগামীতে আরো সুন্দর সুন্দর প্রোগাম থাকবে বলে উপস্থিত সদস্যদের জানান, তিনি নিসচা ভৈরব পরিবারেক ঐতিহ্য ধারাবাহিকতা ধরে রাখার আহবান জানান।

আকর্ষনীয় র‍্যাফেল ড্র’ বিজয়ী ও বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সভাপতি মোঃ আরিফুল ইসলাম। তিনি সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন, অনুষ্ঠানের আহবায়ক মোঃ জাকির হোসেন বিএসসি, ও সদস্যসচিব মোঃ নজরুল ইসলাম সহ সদস্যদের ধন্যবাদ জানান।

পূর্ব নির্ধারিত সময় ১৬ আগষ্ট সকাল ৭টায় নিসচা ভৈরব কার্যালয়ের সামনে থেকে ১টি বাস, ২টি মাইক্রোবাস ও ২টি প্রাইভেটকারে সর্বমোট ৮০জন সদস্যদের নিয়ে সকাল ১১টায় মহেরা জমিদার বাড়িতে উপস্থিত হন, নিসচা পরিবার সকালের নাস্তা দুপুরের খাবার ও টাঙ্গাইলের ঐতিয‍্যবাহী চমচম, দই, কেনার মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। নিসচার সই-সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সুজনের সৌজন্যে ছিলো বাস, অনুষ্ঠানের আহবায়ক মোঃ জাকির হোসেন বিএস সির সৌজন্যে ছিলো, নারীদের খেলাধুলার বিভিন্ন পুরস্কার ও উপস্থিত সকল শিশুদের জন্য বিশেষ পুরষ্কার।

আসনে সমস্যা হলে নিসচা সদ‍স‍্য আবেদ হোসেন পলাশ তার নিজের আসন ছেড়ে দিয়ে এক নারী সদস্য নীপা রহমানকে বসতে দিয়ে মহানুভবতা দেখিয়েছেন। এ জন্য তাকে বিশেষ ধন্যবাদ দেওয়া হয়, সংগঠনের পক্ষ থেকে। সকাল বেলা আবহওয়া ঠান্ডা থাকলেও দুপুরে তাপমাত্রা অনেক বেশী ও প্রখর রোদ থাকায় অনেকেই গরমে অতিষ্ঠ হয়ে উঠেন। টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি মহোদয়কে ধন্যবাদ জানানো হয় একটি উন্নতমানের কক্ষ ও অন‍্যান‍্য সুবিধা প্রদানের জন‍্য।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ahyh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন