স্টাফ রিপোর্টারঃ জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১০ অক্টোবর) বেলা ১১টায় একযোগে সারাদেশে কেন্দ্রীয় ও শাখা পর্যায়ে স্থানীয় প্রশাসনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইনের বিধিমালা চূড়ান্ত করা’র দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) ময়মনসিংহ শাখার পক্ষ থেকে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই ময়মনসিংহ শাখার সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না, সহ-সভাপতি স্বাধীন চৌধুরী, এএফএম এনামুল হক।
সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রতন, সহ-সাধারণ সম্পাদক আল হাজুর রহমান, ফখরুল হাসান সায়েম। সাংগঠনিক সম্পাদক জাকির খান, মহিলা বিষয়ক সম্পাদক সাংবাদিক বাবলী আকন্দ, সাংস্কৃতিক সম্পাদক আবুল মনসুর।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/mbms