নিসচা রাঙামাটি জেলা কমিটির অনুমোদন দেয়া হয়েছে। ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটির তালিকায় রয়েছেন ৬জন উপদেষ্টা।
আজ নিসচা প্রধান কার্যালয়ে রাঙামাটি জেলা শাখার সভাপতি মোঃ আফসার এর হাতে অনুমোদন পত্রটি তুলে দেন নিসচা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ। এসময় উপস্থিত ছিলেন, নিসচা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ও রাঙামাটি কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমীন রানা।
কমিটি অনুমোদনকালে ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ বলেন, নিসচা রাঙামাটি জেলা শাখার
অনুমোদন আজ দেয়া হলো আগামী দুই বছর মেয়াদে। নতুন মেয়াদে তাদের এই কমিটির কর্মকান্ড সড়ক দুর্ঘটনারোধে ভুমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এসময় তিনি নতুন কমিটির কার্যক্রম সম্পর্কে নানা দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন।