নিজস্ব প্রতিবেদক: বরিশালে পূজা উপলক্ষে সড়কে শৃঙ্খলা রক্ষা ও জনসাধারণের নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটি।
আজ বুধবার (১লা অক্টোবর) সন্ধা ৭ টা থেকে থেকে নগরীর শংকর মাঠ মন্দির এলাকায় জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরীর নেতৃত্বে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তা প্রদান করে নিসচার সদস্যরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা কমিটির সভাপতি মো: রুহুল আমিন, ক্রীড়া সম্পাদক মো: আক্তার হোসেন, নারী বিষয়ক সম্পাদিকা জিনাতুন নাজিফা সোমাসহ অন্যান্যরা।
এদিকে নিসচার জনবান্ধন এমন কাজের জন্য ধন্যবাদ জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগ ও পূজা উদযাপন কমিটির সদস্যরা।
এ বিষয় জনসচেতনতামূলক কার্যক্রমে অংশ গ্রহণ করা সংগঠনের সদস্যরা বলেন, প্রতি বছর ঈদ, কোরবানি,পূজাসহ ধর্মীয় অনুষ্ঠান ও দীর্ঘ ছুটির সময় আমরা সড়কে কাজ করি। এ বছরও এর ব্যতিক্রম নয়, আমাদের এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/nkr2