নিরাপদ সড়ক নিশ্চিত করতে এবং ফুটওভার ব্রিজ ব্যবহারে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে আজ সোমবার “নিরাপদ সড়ক চাই” (নিসচা) বগুড়া জেলা শাখার উদ্যোগে শহরের বনানী এলাকায় সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
এই কার্যক্রমে নেতৃত্ব দেন নিসচা বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম বাবু। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, দপ্তর সম্পাদক ইমরান তালুকদার নিপু, অর্থ সম্পাদক জাহিদুল রহমান, এবং সদস্য মমিনসহ সংগঠনের অন্যান্যরা।
ক্যাম্পেইন চলাকালে নিসচা কর্মীরা পথচারীদের হাতে লিফলেট তুলে দেন এবং প্ল্যাকার্ড প্রদর্শন করে ফুটওভার ব্রিজ ব্যবহারের গুরুত্ব বোঝান।
আব্দুস সালাম বাবু বলেন, “প্রতিদিন অজস্র দুর্ঘটনা ঘটে নিচ দিয়ে রাস্তা পারাপারের সময়। অথচ ফুটওভার ব্রিজ ব্যবহার করলে এসব দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই হ্রাস পায়।”
সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ জানান, “মানুষকে একটু সচেতন করলেই তারা সাড়া দেন। আমাদের লক্ষ্য—প্রতিটি পথচারী যেন নিরাপদে সড়ক পার হন।”
অংশগ্রহণকারী পথচারীরাও নিসচার উদ্যোগকে স্বাগত জানান এবং অনেকেই তাৎক্ষণিকভাবে ফুটওভার ব্রিজ ব্যবহার শুরু করেন।
নিসচার নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতে শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিতভাবে এমন সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।