ভৈরব প্রতিনিধি: নিরাপদ সড়ক আন্দোলনের অক্লান্ত পথযোদ্ধা, নিসচা ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য সাংবাদিক মোঃ আলাল উদ্দিনকে ‘দেশসেরা রোড ফাইটার’ উপাধি অর্জনের জন্য এক উষ্ণ সংবর্ধনা প্রদান করেছে নিসচা ভৈরব পরিবার। শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় ভৈরব ফুড প্যালেস রেস্টুরেন্টে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় এ সংবর্ধনা।
বক্তারা ২৫ বছরের দীর্ঘ সংগ্রামী পথচলায় সড়ক নিরাপত্তা আন্দোলনে তার নিরলস পরিশ্রম, মানবিক সাহসিকতা ও নেতৃত্বের উজ্জ্বল ভূমিকার কথা উল্লেখ করে বলেন— “মোঃ আলাল উদ্দিন শুধু একজন সংগঠক নন, তিনি সড়ক নিরাপত্তা আন্দোলনের এক অনন্য আলোকবর্তিকা।” আলাল উদ্দিন কে নিসচা কেন্দ্রীয় পর্ষদ সেরা রোডফাইটার নির্বাচিত করায় কেন্দ্রীয় কমিটি কে ধন্যবাদ জানান বক্তরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিসচা ভৈরব শাখার সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম। বক্তব্য রাখেন নিসচার প্রতিষ্ঠাতা সদস্য দেশবরেণ্য সাংবাদিক মোঃ সুমন মোল্লা, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সুজন, প্রভাষক ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম জনি, দপ্তর সম্পাদক রাকিব হোসাইন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ হাবিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, কার্যকরী সদস্য ইয়াসিন আরাফাত, জাকির হোসেন বিএসসি, জহিরুল ইসলাম ও আবেদ হোসেন পলাশসহ আরও অনেকে।
নিসচা ভৈরব শাখার উল্লেখযোগ্য কর্মকাণ্ডসংগঠনটির কার্যক্রম নিয়েও অনুষ্ঠানে আলোকপাত করেন বক্তারা। তারা জানান— নিসচা ভৈরব শাখা প্রতিষ্ঠালগ্ন থেকেই সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে অসংখ্য যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে— পরিবহন চালক প্রশিক্ষণ, নিয়মিত সড়ক নিরাপত্তা সচেতনতা ক্যাম্পেইন, লিফলেট বিতরণ ও মাইকিং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ট্রাফিক আইন বিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালা
দুর্ঘটনা-পরবর্তী জরুরি সেবা, রক্তের ব্যবস্থা ও মানবিক সহায়তা প্রদান
বেপরোয়া চালনা, অবৈধ পার্কিং ও ঝুঁকিপূর্ণ যানবাহন চিহ্নিত করে প্রশাসনকে সহযোগিতা
উৎসব ও ব্যস্ত সময়ে ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশের সহায়তা
মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট ও রিফ্লেক্টর বিতরণ
নিরাপদ সড়ক দিবস, মানববন্ধন, র্যালি ও জনসচেতনতা কর্মসূচি
ভৈরব অঞ্চলের দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে প্রস্তাবনাসহ গবেষণাধর্মী প্রতিবেদন
সামাজিক কর্মকাণ্ড যেমন রক্তদান, ত্রাণ বিতরণ ও বৃক্ষরোপণ
সংবাদসভায় বক্তারা বলেন— “নিসচার প্রতিটি কর্মকাণ্ডের মূলে ছিলেন মোঃ আলাল উদ্দিন। তার নেতৃত্বে ভৈরব শাখা সারা দেশে উদাহরণ সৃষ্টি করেছে।”
নিসচা পরিবারের অর্ধশতাধিক সদস্য ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন তাদের প্রিয় সহকর্মী ও সড়কযোদ্ধা মোঃ আলাল উদ্দিনকে। ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপি নেতা আশরাফ উদ্দিন বাবু এবং ভৈরব ফুড প্যালেস কর্তৃপক্ষও।
সংবর্ধনা শেষে নিসচার প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন–এর সুস্থতা কামনা এবং তার স্ত্রী প্রয়াত জাহানারা কাঞ্চনসহ সকল সড়কযোদ্ধার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। ফটোসেশন ও নৈশভোজের মাধ্যমে মিলনমেলার পরিসমাপ্তি ঘটে।
উল্লেখ্য, নিসচা ভৈরব শাখা পরপর চারবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠনের স্বীকৃতি অর্জন করেছে। চলতি বছর বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সংগঠনের ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) উদযাপনের প্রস্তুতি চলছে।
