নিজস্ব প্রতিবেদক, বগুড়া: বগুড়ার নয়মাইলে হাইওয়ে পুলিশের উদ্যোগে এবং নিরাপদ সড়ক চাই এর সহযোগিতায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক ভিডিও প্রদর্শন ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২০ জুলাই) সন্ধ্যা ৭টা মহাসড়ক সংলগ্ন এলাকায় এ অনুষ্ঠান হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে বগুড়া পুলিশ সুপার জনাব মোঃ শহিদ উল্লাহ (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)। বিশেষ অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ। শেরপুর হাইওয়ে থানার ওসি, নিসচার অর্থসম্পাদক জাহিদুল ইসলাম।
প্রধান অতিথি বগুড়া হাইওয়ে পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন— “সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনগণের সচেতনতার বিকল্প নেই। মহাসড়কের ওপর দিয়ে চলাচলের সময় চালক ও পথচারী উভয়কেই নিয়ম মেনে চলতে হবে। অতিরিক্ত গতি, ক্লান্ত অবস্থায় ড্রাইভিং এবং মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি চালানো দুর্ঘটনার অন্যতম কারণ। আমরা সবাই যদি ট্রাফিক আইন মেনে চলি, তবে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনগণকেই প্রথমে সচেতন হতে হবে।”
বিশেষ অতিথি নিসচার সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ তাঁর বক্তব্যে বলেন— “নিরাপদ সড়ক চাই একটি সামাজিক আন্দোলন, যা সবার জন্য। মহাসড়কে বেপরোয়া গাড়ি চালনা, ওভারটেকিং এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর মতো আচরণ আমাদের থামাতে হবে। প্রতিটি চালক, যাত্রী ও পথচারী যদি সড়ক ব্যবহারের ক্ষেত্রে সচেতন হয়, তবে দুর্ঘটনামুক্ত সড়ক গড়া সম্ভব।”
সভা শেষে হাইওয়ে পুলিশ উপস্থিত জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এ ছাড়া মহাসড়কে নিরাপদ চলাচল, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং ট্রাফিক আইন মানার গুরুত্ব তুলে ধরে বড় পর্দায় নিসচা কর্তৃক নির্মিত ভিডিও প্রদর্শন করা হয়।