তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি:: বড়লেখায় উত্তর চৌমুহনীতে সড়কের মাঝখানে পড়ে থাকা বিপজ্জনক সিমেন্টের ঢাকনা সরিয়ে বড় ধরনের দুর্ঘটনা এড়িয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১১টার দিকে স্থানীয়রা দেখতে পান সড়কের মাঝখানে একটি বড় সিমেন্টের ঢাকনা পড়ে আছে, যা যেকোনো মুহূর্তে দুর্ঘটনার কারণ হতে পারত। খবর পেয়ে নিসচার নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঢাকনাটি সরিয়ে নেন।
এসময় তারা বলেন, “সড়কের নিরাপত্তা সবার আগে। জনসাধারণের নিরাপত্তার স্বার্থে নিসচা সবসময় সচেতনতা ও কার্যক্রম চালিয়ে যাচ্ছে।”
নিসচার এমন দ্রুত উদ্যোগে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে আসে এবং তারা এ কার্যক্রমের প্রশংসা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ সভাপতি মার্জানুল ইসলাম মার্জান, সহ সভাপতি আব্দুল আজিজ, সদস্য জমির উদ্দিন, জাহাঙ্গীর আলম, শাহাব উদ্দিনসহ প্রমুখ।